![গাজীপুরে ঝুটের গুদামে আগুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/fire_abnews_131591.jpg)
গাজীপুর, ২২ মার্চ, এবিনিউজ : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জেলগেইটের পারিজাত এলাকায় ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দমকল কর্মীরা দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারি উপ-পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কোনাবাড়ীর পারিজাত এলাকায় কাশিমপুর জেলাখানা রোডের পাশে ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন আশেপাশের কয়েকটি ঝুট গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দমকল কর্মীরা আগুন নেভাতে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি