বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আখাউড়ায় আনন্দ শোভাযাত্রা

আখাউড়ায় আনন্দ শোভাযাত্রা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) , ২২ মার্চ, এবিনিউজ : বাংলাদেশের স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ অন্তত ৭০টি প্রতিষ্ঠানের কয়েক হাজার মানুষ অংশ নেয়।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রং বেরংয়ের প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে সড়কের দু’পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানায়। প্ল্যাকার্ড, ফেস্টুনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্য তুলে ধরা হয়। ছোট ছোট ছেলেমেয়েদের কলকাকলিতে মুখর হয়ে উঠে শহরের সড়ক বাজারের প্রধান সড়ক। পুরো শহর জুড়ে এক উৎসবের আবহ বিরাজ করে। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আকবর খান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলীম রানা, পল্লী বিদ্যুতের ডিজিএম শাহ আল জাবের, পৌরসভার সচিব ফারুক হোসেন, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম, সাংবাদিক জুটন বনিক প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ, এটি আমাদের জন্য ঐতিহাসিক সাফল্য। আজ আমাদের খুশির দিন।

র‌্যালীতে এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শফিউর রহমান, কৃষি অফিসার জুয়েল রানা, ওসি (তদন্ত) আরিফুল আমিন, প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংবাদিক বিশ্বজিৎ পাল, নুরুন্নবী ভূইয়া, কাজী মফিকুল ইসলাম, নাসির উদ্দিন, জুটন বনিক, তাজবীর আহমেদ, প্রধান শিক্ষক মাহতাব মিয়া, মৌসুমী আক্তার প্রমুখ।

এবিএন/হান্নান খাদেম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত