
আত্রাই(নওগাঁ) , ২২ মার্চ, এবিনিউজ : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশ উত্তোরনের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আজ বৃহস্পতিবার আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা আমচত্ত্বর হতে বেলা ১১.০০ টায় উপজেলা চেয়ারম্যান আলহাজ এ বাদুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হকের সঞ্চালনায় উপজেলা আম চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান,আত্রাই থানার ওসি মোঃ মোবারক হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন,ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল,যুগ্ম-সম্পাদক বরুন কুমার সরকার , ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান প্রমুখ।
অপরদিকে দুপুর ১২.০০ টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।
এবিএন/রুহুল আমিন/জসিম/নির্ঝর