![ঝিনাইদহে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/sova_abenws_131595.jpg)
ঝিনাইদহ, ২২ মার্চ, এবিনিউজ : ঝিনাইদহ জেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আকতারুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামান।
আরো বক্তব্য রাখেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হাসান, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমীন মোস্তফা আলী, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুসাইন শাফায়াত।
অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ।
সভা থেকে জানোনা হয়, আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ থেকে ১২ বছর বয়সী ২ লাখ ৮৬ হাজার ৩শ’ এবং ১২ থেকে ১৬ বছর বয়সী ১ লাখ ৬৩ হাজার ৭শ’ শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
এবিএন/যবনিকা/জসিম/এমসি