![ফুলবাড়ীয়ায় অানন্দ র্যালী অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/fulbaria_131596.jpg)
ফুলবাড়ীয়া( ময়মনসিংহ), ২২ মার্চ, এবিনিউজ : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনে বিশেষ সেবা সপ্তাহের অংশ হিসাবে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ফুলবাড়ীয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। র্যালী উপজেলার সদরের প্রধান পপ্রধান সড়গ পপ্রদক্ষিন করেন।
এতে অংশ নেন ইউএনও লীরা তরফদার, উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শিউলী হরি, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: সিদ্দিকুর রহমান, পুলিশ পরিদরর্শক তদন্ত আবুল খায়ের সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/নির্ঝর