
পাঁচবিবি (জয়পুরহাট), ২২ মার্চ, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবিতে নিন্ম আয়ের দেশ থেকে নিন্ম মধ্য আয়ের দেশে উত্তরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আলম।
প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের-১ আসনের সংসদ্য সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, ভাইচ চেয়ারম্যান দ্বয় জিয়াউল ফেরদৌস রাইট, দৌলতুন নাহার দোলন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ,কে,এম হেদায়েতুল ইসলাম, অফিসার্স ইনচার্জ ফরিদ হোসেন, উপজেলা আ.লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল প্রমুখ।
সভার পূর্বে এক আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবির মানুষ অংশগ্রহণ করেন।
সভা শেষে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উপরে প্রমাণ্য চিত্র ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবিএন/সজল কুমার দাস/জসিম/এমসি