![রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/trainer-dhakkay-nihot-abn_131600.jpg)
রাজবাড়ী, ২২ মার্চ, এবিনিউজ : রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার রেল গেট এলাকায় ট্রেনের ধাক্কায় কেতু সরকার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন । নিহত কেতু সরকার বহরপুর গ্রামের মৃত খোকন সরকারের ছেলে।
বাজার ব্যবসায়ী উজ্জল মদক জানান,আজ ১২টার দিকে কেতু সরকার বহরপুর বাজার বাড়ি যাওয়ার সময় রেল লাইন পার হতে গেলে রাজবাড়ী থেকে ভাটিয়া পাড়াগ্রামী লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনা স্থানেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলেমান হোসেন মোল্লা জানান, বহরপুর রেল গেট এলাকায় ট্রেনের ধাক্কায় কেতু নামে এক জন পথচারী নিহত হয়েছে। এমন খবর জানতে পেরেছি কিন্তু রেল সেট্শন মাস্টার আমাকে লিখিত ভাবে জানাই নি। আর রেল লাইনের ১০ফিটের মধ্যে লাশ না থাকলে আইনগতভাবে আমরা কিছু করতে পারি না। তাই পুলিশের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি আরো জানান, লাশটি ব্যক্তির আত্মীয় স্বজন উদ্ধার করে নিয়ে গেছে। মানবিক কারনেই পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেই নি।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর