সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

ফুলবাড়ীতে মাদকসহ আটক ৫

ফুলবাড়ীতে মাদকসহ আটক ৫

ফুলবাড়ী(কুড়িগ্রাম) , ২২ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। এ সময় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে আটকদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই আবুল কালাম আজাদ ১৫ পিচ ইয়াবা সহ নওদাবশ গ্রামের সামছুল হক সরকারের ছেলে মাদক ব্যবসায়ী সাদেকুল ইসলাম সাদেক (৩২) ও তার সহযোগী ভাঙ্গামোড় গ্রামের মকবুল হোসেনের ছেলে মতিয়ার রহমান(২১) কে আটক করেন।

অন্যদিকে আজ বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী থানার এসআই তাজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজ সংলগ্ন রাস্তায় কুলাঘাটগামী একটি অটোবাইক তল্লাশী করে ১কেজি গাঁজাসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আটকরা হলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী আলেয়া বেওয়া (৫০) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষ্মীখোলা দাসের পাড়া গ্রামের শামছুল হকের স্ত্রী রহিমা বেগম (৫০) এবং একই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী আমেনা বেগম (৩৫)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

এবিএন/ বিশ্বনাথ রায়/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত