![গাজীপুরে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/lash-uddhar-abn_131602.jpg)
গাজীপুর, ২২ মার্চ, এবিনিউজ : গাজীপুর মহানগরের কোনাবাড়ী কাতলাখালী এলাকা থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. মোবারক হোসেন জানান, মহানগরের কোনাবাড়ী কাতলাখালী এলাকায় সুইস গেটের পাশে বস্তাবন্দি ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ ।
নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ ওই এলাকায় ফেলে গেছে। তার পরনে প্রিন্টের কামিজ ও সাদা সালোয়ার রয়েছে।
এবিএন/ আলমগীর হোসেন/জসিম/নির্ঝর