শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • তিতাসে বাড়ীর সিমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৯

তিতাসে বাড়ীর সিমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৯

তিতাসে বাড়ীর সিমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৯

তিতাস(কুমিল্লা) , ২২ মার্চ, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলায় বাড়ীর সিমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৯জন আহত হয়েছে। আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. হক মিয়ার বাড়ীতে।

স্থানীয়দের সুত্রে জানা যায় ওই গ্রামের মালেক মিয়ার সাথে একই গ্রামের হক মিয়ার বাড়ীর সিমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় একটি শালিসী বৈঠকও হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আজ সকালে বাড়ি পরিমাপ করতে গেলে উপস্থিত বিচারকদের সামনে দুই পক্ষ সংঘর্ষে জরিয়ে পরে, এসময় উভয় পক্ষের ৯জন আহত হয় ।

আহতরা হলো কালাম (৫৫), হারুন মিয়া(৫০), বিল্লাল(৩৫), ছাদেক(৩৪), মফিজ(৩৫), ফারুক(৩২), আলমগীর(৩৩), হক মিয়া(৫৫), শাহ আলম(৩২) ও আমিরন বিবি(৪৬)।

আহতরা সবাই তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎদিন আছে।

হক মিয়ার স্ত্রী আমিরন জানায় তার গলায় থাকা আটানি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে প্রতি পক্ষের লোকজন। এ বিষয়ে এস আই আব্দুল বারী জানায় সংঘর্ষের ঘটনা শুনেছি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

এবিএন/ কবির হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত