বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চিরিরবন্দরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

চিরিরবন্দরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

চিরিরবন্দর (দিনাজপুর) , ২২ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক ‘স্বল্পোন্নত আয়ের’ দেশ থেকে ‘নি¤œমধ্য আয়ের’ দেশে উত্তরণ হওয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁজমকপুর্ণভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ হতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা বঙ্গবন্ধু হলে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো. মেছবাহুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিমদ্দিন গোলাপ, প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম, ছাত্রলীগের সম্পাদক সিফাত শাহ্ প্রমূখ বক্তব্য রাখেন।

এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত