![চিরিরবন্দরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/chirbondor-school_131613.jpg)
চিরিরবন্দর (দিনাজপুর) , ২২ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর মহিলা কলেজে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ, নবীন ছাত্রীবরণ, আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি শাহ্ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, বিশেষ অতিথি হিসেবে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর ইসলাম শাহ্ নুরু, গোলাম আজম পারভেজ অন্যান্যের মধ্যে অভিভাবক ভগিরত চন্দ্র রায়, বিদায়ী শিক্ষার্থী জয়ারানী রায়, বিউটি খাতুন এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. তফিকুল ইসলাম।
অপরদিকে, সকাল ১১টায় আমবাড়ি মহিলা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে চিরিরবন্দরে আমবাড়ি মহিলা কলেজে আসন্ন এইচএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ সরকার এবং অন্যান্যের মধ্যে প্রভাষক গোলাম রব্বানী, প্রভাষক আব্দুল আউয়াল, প্রভাষক আশীষ দেবনাথ প্রমূখ বক্তব্য রাখেন।
এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর