বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত

চিরিরবন্দর (দিনাজপুর) , ২২ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’সন্তানের জনক এন্তাজুল হক (৩৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছে। নিহত এন্তাজুল উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাজিপাড়ার মৃত শহিদুল হকের ছেলে।

এ ঘটনাটি আজ বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার ওই ইউনিয়নের মাঝাপাড়ায় মোতাহার হোসেনের বাড়িতে ঘটেছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, মোতাহার হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় রাজমিস্ত্রির কাজ করার সময় এন্তাজুল বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। এসময় লোকজন তাঁকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. মতুর্জা আল মামুন মৃত বলে ঘোষণা করেন।

এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত