![কাউখালীতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/kaukhali--sovajatra_131618.jpg)
কাউখালী (পিরোজপুর) , ২২ মার্চ, এবিনিউজ : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপন উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে এক আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সরকারি বালক বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, জেলা পরিষদের সদস্য শাহজাদী রেবেকা চৈতী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোঃ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সমুন প্রমুখ।
শোভাযাত্রায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর