![স্বল্পোন্নত থেকে উন্নত বাংলাদেশের খবরে আনন্দর্যালী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/melandaha-sovajatra_131620.jpg)
জামালপুর, ২২ মার্চ, এবিনিউজ : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে জামালপুরের মেলান্দহে আজ সকাল ১০টায় আনন্দ র্যালী বের হয়। উপজলো প্রশাসন এর আয়োজন করে।
র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও তামিম আল ইয়ামীন এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, পৌরমেয়র শফিক জাহেদী রবিন, আ.লীগ সভাপতি আ: রাজ্জাক সুজা প্রমুখ।
এবিএন/ মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর