![মেলান্দহে বাম নেতাকে হামলার প্রতিবাদে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/melandaha-human-chain_131622.jpg)
জামালপুর, ২২ মার্চ, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে বাম প্রগতিশীল নেতা আলমগীর আহম্মেদ শাহজাহানের উপর হামলার প্রতিবাদে আজ বেলা সাড়ে ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার সম্মিলিত নাগরিক সমাজের পক্ষে বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু এর নেতৃত্ব দেন। উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা বজলুল হক, কেন্দ্রীয় গণমুক্তি ইউনিয়নের সদস্য সিবলুল বারী রাজু চেয়ারম্যান, জেলা সিপিবির সভাপতি কমরেড মোজাহারুল হক, জেলা বাসদের আহবায়ক বিশ্বজিৎ দেব রাজন, জেলা কৃষক লীগ নেতা আবুল হোসেন খান, সাবেক পৌর আ’লীগের আহবায়ক আব্দুর রউফ কমিশনার, সাংস্কৃতিক কর্মী একেএম জাকিরুল হক মিন্টু, সাংবাদিক হাজী আবুল হাশেম, শাহ্ জামাল, আজম খান ও সিপিবি নেতা ডা. আব্দুর রাজ্জাক জনি প্রমুখ। মানববন্ধন শেষে হামলাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপজেলা চেয়ারম্যান-ইউএনও-ওসিসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৬ মার্চ বামনেতা শাহ্জাহানের প্রতিবেশী বাঘাডোবা গ্রামের আহাম্মদ আলী ঠিকাদারের প্রয়াত বৃদ্ধা মাকে দেখতে যান। ওই সময় পূর্ব শত্রুতার জের ধরে আহাম্মদ আলী ঠিকাদার আলমগীর আহম্মেদ শাহজাহানকে প্রহার করে।
এবিএন/ মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর