![সাপাহারে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/rally_abenws_131628.jpg)
সাপাহার (নওগাঁ), ২২ মার্চ, এবিনিউজ : “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারেও এক বিশাল আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বর থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী ও নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর নের্তৃত্বে একটি বিশাল শোভাযাত্রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সদরের সকল প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিক, শিক্ষার্থী, উপজেলা পরিষদের সকল দপ্তরের অফিসার, কর্মচারী, রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোভাযাত্রা শেষে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নশীল বাংলাদেশের গুরুত্ব উল্লেখ করে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলাইমান আলী, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, জেলা পরিষদ সদস্য ফাইমা খাতুন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবিএন/নয়ন বাবু/জসিম/এমসি