শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গফরগাঁওয়ে বিশেষ আনন্দ শোভাযাত্রা

গফরগাঁওয়ে বিশেষ আনন্দ শোভাযাত্রা

গফরগাঁও (ময়মনসিংহ), ২২ মার্চ, এবিনিউজ : ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নায়নশীল দেশে উত্তরনের স্বীকৃতি উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশেষ সেবা সপ্তাহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের সকল বিভাগ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ সব শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

শোভাযাত্রাটি আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান, সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল সিদ্দিক, গফরগাঁও বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এজেডএম আনোয়ারুজ্জামান, উপজেলা মৎস কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা বেগম, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম শিকদার প্রমুখ।

এসময় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে হাতে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ লেখা ফেস্টুন ব্যানার শোভা পায়।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত