বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বন্দরে স্বরণকালের বৃহত্তম শোভাযাত্রা

বন্দরে স্বরণকালের বৃহত্তম শোভাযাত্রা

বন্দর (নারায়ণগঞ্জ), ২২ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ নিন্ম আয়ের দেশ থেকে নিন্ম মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হওয়ার আনন্দে আজ বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রা করেছে।

বন্দর উপজেলা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবীসহ বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রায় ১০ হাজার লোক শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। বন্দরে স্বরণকালের বৃহত্তম শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীর নেতৃত্বে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন- বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা শবনম, বন্দর থানার ওসি শাহীন মন্ডল, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম, ধমগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহাম্মেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন।

আরো উপস্থিত ছিলেন- কাউন্সিলর কাউন্সিলর দুলাল প্রধান, জেলা জাতীয়পার্টির সভাপতি আবুল জাহের, জেলা আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির মৃধা, মহিলালীগ নেত্রী শিমলা, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান আরিফ, খান মাসুদ, কদম রসুল কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন প্রমুখ।

উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিনের পরিচালনায় শোভা যাত্রাটি বন্দর ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু করে বন্দর প্রেসক্লাব হয়ে কদম রসুল কলেজে গিয়ে শেষ হয়।

এবিএন/নাসির উদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত