![তিতাসের জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/rally_abenws_131637.jpg)
তিতাস (কুমিল্লা), ২২ মার্চ, এবিনিউজ : কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে তিতাস উপজেলা জাতীয় পার্টি।
১৪ মার্চ বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদীয় আসন পূর্বের কুমিল্লা-২ (হোমনা-তিতাস)কে পরিবর্তন করে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংযোজন করে খসরা চুরান্ত করে গেজেট প্রকাশ করার প্রতিবাদে এবং হোমনা-তিতাস পুর্নবহালের দাবিতে আজ বৃহস্পতিবার বিকালে তিতাস উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা সদর কড়িকান্দি বাজার মাঠে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কড়িকান্দি ইউপি সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন সরকার, তিতাস উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও মজিদপুর ইউিপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার, হোমনা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুর ইসলাম, তিতাস উপজেলা যুবসংহতির সভাপতি মো. শেখ ফরিদ মুন্সি ও তিতাস উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মো.এহসানুল হক সেলিম (সবুজ) প্রমুখ।
এবিএন/কবির হোসেন/জসিম/এমসি