![চিলমারীতে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/rally_abenws_131639.jpg)
চিলমারী (কুড়িগ্রাম), ২২ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ নিন্ম আয়ের দেশ হতে নি¤œমধ্য আয়ের দেশে উত্তরণ উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ থেকে আগামী ২৫ মার্চ, ২০১৮ পর্যন্ত প্রচার অভিযান ও সেবা সপ্তাহ এবং নি¤œ আয়ের দেশ হতে নি¤œমধ্য আয়ের দেশে বাংলাদেশের উত্তরণের সাফল্য উপলক্ষে উপজেলা পরিষদের সকল সরকারি দপ্তর, সকল শিক্ষা প্রতিষ্ঠান,সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মর্জিনা বেগম জেলী।
আরো বক্তব্য রাখেন- গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মাহফুজার রহমান সরকার, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
এবিএন/গোলাম মাহবুব/জসিম/এমসি