![গাইবান্ধায় সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/rally_abnews_131644.jpg)
গাইবান্ধা, ২২ মার্চ, এবিনিউজ : স্বল্পোন্নত দেশের স্ট্যাাটাস হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি পুনরায় স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। গাইবান্ধা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
শোভাযাত্রায় জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস এবং সরকারি সকল বিভাগ, ব্যাংক, বীমার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, এনজিও, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব গাইবান্ধা জেলা কমিটি, গাইবান্ধা পৌরসভা পৃথক পৃথক ব্যানারে র্যালিতে অংশ গ্রহণ করে।
এছাড়াও গাইবান্ধার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সদস্য, সদর উপজেলার ন্যাশনাল সার্ভিসের সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহণ করে।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি