ফুলবাড়ীয়া (ময়মনসিংহ), ২২ মার্চ, এবিনিউজ : স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অভিযাত্রায় দ্রুতগতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। এলডিসি থেকে বেরিয়ে বাংলাদেশ এখন উন্নত দেশের তালিকায় উঠে এসেছে।
এ উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলার ২ পুটিজানা ইউনিয়ন পরিষদের অায়োজনে একটি বিশাল অানন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে শিবগঞ্জ ও হাট কালীর বাজার প্রদক্ষিন করে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
এতে অংশগ্রহণ করেন- ইউপি চেয়ারম্যান মো. ময়েজ উদ্দিন তরফদার,সচিব মো. ইদ্রিস অালী ইউপি সদস্য মো. অালেফ হোসেন, আলফাজ উদ্দিন, অা. লতিফ, তোফাজ্জল হোসেন, মো. নুরুল ইসলাম, বিল্লাল হোসেন, অারমান হোসেনসহ মুক্তিযোদ্ধা সংসদ পুটিজানা ইউনিয়ন কমান্ড, ইউনিয়নও ওয়ার্ড অাওয়ামী লীগ ও তার সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ ছাত্র/ছাত্রীরা।
এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/এমসি