![কয়রায় মৎস্য ও প্রাণীসস্পদ দপ্তরের উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/khulna_abnews24 copy_131654.jpg)
কয়রা (খুলনা),২২ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যে আয়ের দেশে উন্নীত হওয়ায় উপজেলা মৎস্য ও প্রাণীসম্পদ অফিসের যৌথ উদ্যোগে আজ সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন, মৎস্য অফিসার মো. আলাউদ্দিন, প্রাণী সম্পদ অফিসার ডা. আব্দুল কুদ্দুস, যুব উন্নয়ন অফিসার আ. রশিদ খান, পল্লী উন্নয়ন অফিসার মো. বাহাউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ, প্রাণী সম্পদ অফিসের ভিএফএ অখিল চন্দ্র ঢালী, রফিকুল ইসলাম প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিসহ ৭টি ইউনিয়ন থেকে আগত উল্লেখযোগ্য সংখ্যক মৎস্যজীবি, মৎস্য ব্যবসায়ী, দুগ্ধখামারি ও পোল্ট্রিখামারিরা অংশ গ্রহণ করেন।
এবিএন/শাহীন/জসিম/এনকে