![উন্নয়নশীল দেশে যাত্রা শুরু কারায় রামপাল কলেজে আনন্দ র্যালি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/rally_abnews_131659.jpg)
রামপাল (বাগেরহাট), ২২ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় রামপাল কলেজ এক আনন্দ র্যালি বের করে। এ উপলক্ষে সকাল ১১টায় এক র্যালি বের হয়।
র্যালিটি রামপাল উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ শেষে আবার রামপাল কলেজে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ শেখ সাইদুর রহমান, প্রভাষক সমীর কুমার বিশ্বাস, আ, হান্নান মোল্যা, কাজী ফারজানা মুন্নী, শেখ ইস্রাফিল হোসেন, অর্চনা রাণী পাল, শেখ শাহনেওয়াজ, দিপ্তী রাণী মন্ডল, মো. শহিদুল ইসলাম, মানবেশ রায়, আ. রউফ, হিসাব রক্ষক এস.এম. জাহাঙ্গীর আলম।
আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক মো. আসাদুজ্জামান, মো. গোলাম ইয়াছিন রাজু , অফিস সহায়ক আতিয়ার রহমান, পারভেজ, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান রাজুসহ সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এ সময়।
এবিএন/সাইফুল আলম/জসিম/এমসি