শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নাসিরনগর জাকিরের বিরুদ্ধে থানায় মামলা

নাসিরনগর জাকিরের বিরুদ্ধে থানায় মামলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া),২২ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউকে গতকাল মঙ্গলবার আনুমানিক রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ইসলামপুর সিলেট ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে ইয়াবা সম্রাট জাকিরের বাড়ি থেকে ১৭১৫ পিস মরননেশা ইয়াবা যার বাজার মূল্য ৮ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা ও নগদ টাকা ৩লক্ষ ৫১ হাজার ২৪ টাকা উদ্ধার করে।

ওই ঘটনায় র‌্যাবের এস আই মো. আলী ইমরান বাদী হয়ে নাসিরনগর থানার মামলা নং২৫, তারিখ:২২/০৩/২০১৮ রুজু করে। অভিযানের পর থেকে জাকির পলাতক রয়েছে বলে জানা গেছে।

জানা যায় দীর্ঘদিন যাবৎ ফান্দাউকের কথিত ইয়াবা সম্রাট জাকির (৪০) নাসিরনগরসহ পাশ্ববর্তী উপজেলা লাখাই ও মাধবপুরে ইয়াবাসহ বিভিন্ন মরণনেশা জাতীয় মাদক ব্যবসা করে আসছে।

এই মাদক ব্যবসার সাথে জাকির ছাড়াও মলকাছ মিয়ার ছেলে আফজাল মিয়া, রমজান মিয়া, আবু মিয়ার ছেলে আলী আজম, মাহফুজ মিয়ার ছেলে কুতুব মিয়া, হাবিব মিয়ার ছেলে আশ্রাব উদ্দিন মোস্তাক মিয়ার ছেলে জুনাইদ, আজগর মিয়ার ছেলে কাজল মিয়া,শাহজাহান শাহের ছেলে রুবেল শাহ, তাহিদ মিয়ার ছেলে ফারুক মিয়া, সানু মিয়ার ছেলে পইলন মিয়া, জালাল মিয়ার ছেলে পারভেজ মিয়া, ফজল মিয়া, শাহআলমের ছেলে সাইফুল মিয়া, আছন আলীর ছেলে জমির মিয়া, শহিদ মিয়ার ছেলে কালন মিয়া, জজ মিয়ার ছেলে রুমান মিয়া।

এই মাদক ব্যবসায়ীদের তালিকা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে। এই অপরাধমূলক কর্মকান্ডের গড ফাদার হিসাবে প্রভাবশালী এক নেতার নাম উঠে এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এ প্রতিনিধিকে জানান, এই ব্যবসার পেছনে নেতার পুজি, আর হিসাব রহ্মক একজন রয়েছে।

প্রভাবশালীদের ছত্র ছায়ায় থেকে মাদক সম্রাট জাকির যেন অনেকটা ধরা ছোঁয়ার বাহিরে। তাছাড়াও জাকির এলাকাতে ফেন্সিডিল সম্রাট হিসেবে সে বহুল আলোচিত। জাকির গ্যাংরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ রমরমা মাদক ব্যবসা করে আসছিল।

মাদকের এত বড় চালান আটক করলেও ইয়াবা সম্রাট জাকিরকে আটক করা যায়নি। ইয়াবা সম্রাট জাকির(৪০) বর্তমানে পলাতক রয়েছে। মাদক অভিযানের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার নাসিরনগর থানার এস আই সাধন কান্তি চৌধুরীর সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেন। আসামী পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এবিএন/আব্দুল হান্নান/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত