![লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/rally_abenws_131668.jpg)
লক্ষ্মীপুর, ২২ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ ‘স্বল্পোন্নত’ দেশের স্ট্যাটাস হতে ‘উন্নয়নশীল’ বাংলাদেশ উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রা করেছে প্রশাসন।
সকালে ১০টায় কালেক্টরেট প্রাঙ্গণ হতে শুরু হয়ে শোভাযাত্রা টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় কারেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রঙ্গণে এক আলোচনা সভা মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মো. গোলাম মোস্তফা, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সিভিল সার্জন ড: মোস্তফা খালেদ আহম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেল্লাল হোসেন খান, জেলা তথ্য র্কমর্কতা আবদুল্ল্যা আল মামুন প্রমুখ।
শোভাযাত্রা জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নিজস্ব ব্যানার নিয়ে অংশ গ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দু সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার লোকজন শোভাযাত্রা অংশ নেয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি