শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সুন্দরগঞ্জে আলোচনা সভা ও শোভাযাত্রা

সুন্দরগঞ্জে আলোচনা সভা ও শোভাযাত্রা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ২২ মার্চ, এবিনিউজ : উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শোভা যাত্রা ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে ইউএনও এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগ উপজেলা শাখার আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রমানিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেণ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, আ.লীগ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক সাজেদুল ইসলাম, অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, পৌর আ.লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী প্রমুখ।

এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শিল্পী গোষ্ঠি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

এছাড়া উপজেলার শান্তিরাম, ছাপড়হাটী, সর্বানন্দ, রামজীবন ও ধোপাডাঙ্গা ইউনিয়নসহ ১৫টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে অনুরুপ কর্মসূচি পালিত হয়।

এবিএন/রেদওয়ানুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত