
উলিপুর (কুড়িগ্রাম), ২২ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ “নিন্ম আয়ের দেশ থেকে নিন্ম মধ্যম আয়ের” দেশে উত্তরণ হওয়ায় কুড়িগ্রামের উলিপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহম্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আমজাদ হোসেন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা প্রাণি সম্পদ অফিসার আব্দুল আজিজ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন।
আরো বক্তব্য রাখেন- উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ¦ এম ডি ফয়জার রহমান, থানা অফিসার ইনচার্জ এস কে আব্দুল্ল্যা আল সাইদ প্রমুখ।
আনন্দ শোভাযাত্রা অংশ নেয় উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ, এম এ মতিন কারিগরি কৃষি কলেজ, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলিপুর বিশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুনাইগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধরণীবাড়ী মাঝবিল পানাউল্ল্যাহ্ বালিকা দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি