বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বাউফলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

বাউফলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

বাউফল (পটুয়াখালী), ২২ মার্চ, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ ঘোষণার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে যেয়ে শেষ হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক বাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সুধী, রাজনৈক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্ন, ভিন্নভাবে আনন্দ র‌্যালি বের করা হয় বলে জানা যায়।

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত