মাধবপুর (হবিগঞ্জ),২২ মার্চ, এবিনিউজ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারের কাছে সড়ক দুর্ঘটনায় রনি হোসেন (৩৫) নামে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে। সে যশোর সদর উপজেলার অলিউর রহমানের ছেলে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, আজ সকালে কাভার্ডভ্যান চালক রনি চট্টগ্রাম থেকে হবিগঞ্জে আসছিলেন। শাহজীবাজারের এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকে সজোরে ধাক্কা দিলে রনি গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয় ।
এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/এনকে