বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গঙ্গাচড়ায় বিশেষ সেবা সপ্তাহ পালন

গঙ্গাচড়ায় বিশেষ সেবা সপ্তাহ পালন

গঙ্গাচড়া (রংপুর), ২২ মার্চ, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের স্তরে উত্তরণের ঐতিহাসিক সাফল্য উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ পালন করছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা, উন্নয়নমূলক স্বচিত্র প্রতিবেদন প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল করিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফছিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাউসুল আজিম চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ।

স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম, শিক্ষা অফিসার গোলাম আসাদুজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম নুরুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। টাঙানো হয় বর্ণিল ব্যানার ও ফেস্টুন।

এবিএন/এস এম স্বপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত