শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গঙ্গাচড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গঙ্গাচড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গঙ্গাচড়া (রংপুর), ২২ মার্চ, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় গতকাল বৃহস্পতিবার খরিপ-১ ২০১৮-১৯ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু এ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফছিউল আলম, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ, আফজালুল হক রাজু প্রমুখ।

জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪শ’ জন কৃষকের মাঝে উফশী আউস ও ৪০ জন কৃষকের মাঝে নেরিকা ইউ-১০ ধানের বীজ ও রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক কৃষককে ধানের বীজ ১০ কেজি, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজিসহ সেচ বাবদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।

এবিএন/এস এম স্বপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত