রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • পাইকগাছায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা), ২২ মার্চ, এবিনিউজ : খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন ও সেবা সপ্তাহের অংশ হিসাবে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাড. স ম বাবর আলী।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছা লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. লতিফুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অজিত কুমার সরকার ও মো. আব্দুল গফফার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, খাদ্য গুদাম কর্মকর্তা তরুণ বালা, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, ইন্সট্যাক্টর রণজিৎ কুমার মিস্ত্রী।

প্রভাষক ময়নুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন দপ্তর ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী যুবদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের পাশাপাশি লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র, সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত