![ডোমারে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/shovayatra_abnews_131690.jpg)
ডোমার (নীলফামারী), ২২ মার্চ, এবিনিউজ : স্বল্পোন্নত দেশের স্টাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ সকাল সাড়ে দশটায় বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠান অংশনেয়।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/এনকে