![কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/rally_abnews_131693.jpg)
কিশোরগঞ্জ, ২২ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ নিন্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে পুরাতন স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রায় সংরক্ষিত নারী এমপি দিলারা বেগম আসমা, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আছাদ উল্লাহসহ মুক্তিযোদ্ধা, পুলিশ, র্যাব, সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ হাজারো মানুষ অংশ নেন।
শোভাযাত্রায় “সোনার বাংলা সোনার দেশ, উন্নয়নশীল বাংলাদেশ” “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর বাংলাদেশ” ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/এমসি