শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আশাশুনিতে সেবা সপ্তাহ পালিত

আশাশুনিতে সেবা সপ্তাহ পালিত

আশাশুনি (সাতক্ষীরা), ২২ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ নিন্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণে প্রচারাভিযান ও সেবা সপ্তাহ পালন উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল সাড়ে ১০টায় একটি র‌্যালি বের করা হয়। বাদ্য যন্ত্রের মাধ্যমে উল্লাস ও মাইকে উন্নয়নের বর্ণনা সহকারে র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবিএম মোস্তাকিম।

উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- অধ্যক্ষ মিজানুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অরুণ কুমার ব্যানার্জী, সমাজসেবা অফিসার ইমদাদুল হক, মৎস্য অফিসার সেলিম সুলতান, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সহ আশাশুনি প্রেসক্লাবে ও উপজেলা রিপোটার্স ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন দপ্তরের উন্নয়নের চিত্র প্রদর্শন করা হয়।

মুজিবুর রহমানআশাশুনিতে সেবা সপ্তাহ পালিত

আশাশুনি (সাতক্ষীরা), বাংলাদেশ নি¤œ আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণে প্রচারাভিযান ও সেবা সপ্তাহ পালন উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল সাড়ে ১০টায় একটি র‌্যালি বের করা হয়। বাদ্য যন্ত্রের মাধ্যমে উল্লাস ও মাইকে উন্নয়নের বর্ণনা সহকারে র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবিএম মোস্তাকিম।

উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- অধ্যক্ষ মিজানুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অরুণ কুমার ব্যানার্জী, সমাজসেবা অফিসার ইমদাদুল হক, মৎস্য অফিসার সেলিম সুলতান, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সহ আশাশুনি প্রেসক্লাবে ও উপজেলা রিপোটার্স ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন দপ্তরের উন্নয়নের চিত্র প্রদর্শন করা হয়।

এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত