![ঝিনাইদহে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/mela_abnews_131703.jpg)
ঝিনাইদহ, ২২ মার্চ, এবিনিউজ : ঝিনাইদহে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের সরকারি বালক বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আজগর আলী, কামিল মাদ্রাসার সুপার রুহুল কুদ্দুস। এছাড়াও বক্তব্য রাখেন, সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আল আমিন হোসাইন ও কোটচাঁদপুর মাধমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী জারিন আনজুম সিনথিয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ ও এ কে এম ফয়সানুল কবির।
পরে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণ কারী শ্রেষ্ট স্টলগুলোকে পুরস্কৃত করা হয়। ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলা শিক্ষা অফিসের আয়োজনে গত ২০ মার্চ সরকারি বালক বিদ্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়। এ মেলায় জেলার ৬ উপজেলার ২৪টি স্টল ৩টি ক্যাটাগরিতে অংশ নেয়।
এবিএন/যবনিকা/জসিম/এমসি