বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সুস্থতার জন্য ঘি

সুস্থতার জন্য ঘি

ঢাকা, ২৩ মার্চ, এবিনিউজ : ভোজকরসিকদের অন্যতম পছন্দ ঘি। এতে আছে নানা উপকারী উপাদান, যা আমাদের শরীররে জন্য অত্যান্ত জরুরি। দুর্বলতা, ত্বকের রোগ, ব্যথা সেরে যায় নিয়মিত ঘি খেলে।

আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ঘিয়ের অবদান অনস্বীকার্য। ঘি ও রসুনের রস মিশিয়ে খেলে কাশি, নাক থেকে জল পড়া, সর্দি কমে যায়। এ ছাড়া শীতকালে রাতে শুতে যাওয়ার আগে এক চামচ ঘি নিয়ে ভাল করে হাত ও পায়ের তালুতে ঘষে নিলে সর্দির কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।

শুধু তাই নয়, এ প্রক্রিয়ায় ত্বকও ভাল থাকে। শীতের সকালে এক চামচ ঘি নাকে টেনে নিন। দেখবেন গোটা শীত সর্দি আর আপনাকে ভোগাবে না। দিনে দু’বার করলে উপকার পাবেন বেশি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত