বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে প্রধান শিক্ষকবিহীন ৫৯১টি প্রাথমিক বিদ্যালয়
শিক্ষা কার্যক্রম ব্যাহত

সিরাজগঞ্জে প্রধান শিক্ষকবিহীন ৫৯১টি প্রাথমিক বিদ্যালয়

সিরাজগঞ্জে প্রধান শিক্ষকবিহীন ৫৯১টি প্রাথমিক বিদ্যালয়

সিরাজগঞ্জ, ২৩ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৫৯১টি ও সহকারী শিক্ষকের ৪৬১টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। এ কারনে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে প্রকাশ, জেলার ৯টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এক হাজার ৬৬৮টি। এর মধ্যে বেশির ভাগ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকের পদ শূণ্য রয়েছে। এর মধ্যে ৫৯১টি বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে ও ৪৬১ জন সহকারী শিক্ষকের পদ এখনও শূন্য রয়েছে।

তবে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি ৩৫ ভাগ প্রধান শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসএসি) এবং ৬৫ ভাগ নিয়োগের ক্ষেত্রে পদোন্নতির কার্যক্রমে জটিলতা ও অবসরজনিত কারণে পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রধান শিক্ষকের পদ শূন্য ৭২টি ও সহকারী শিক্ষক ২২টি, কামারখন্দ উপজেলায় প্রধান শিক্ষকের ২২টি ও সহকারী শিক্ষকের ২৯টি, কাজিপুর উপজেলায় প্রধান শিক্ষকের ৯৪টি ও সহকারী শিক্ষকের ৮৭টি, রায়গঞ্জ উপজেলায় প্রধান শিক্ষকের পদ শূন্য ৭১টি ও সহকারী শিক্ষক ১৭টি, তাড়াশ উপজেলায় প্রধান শিক্ষকের ৪৭টি ও সহকারী শিক্ষকের ২২টি, উল্লাপাড়া উপজেলায় প্রধান শিক্ষকের ৭৮টি ও সহকারী শিক্ষকের ৫১টি, শাহজাদপুর উপজেলায় প্রধান শিক্ষকের ৯৬টি ও সহকারী শিক্ষকের ৮৯টি পদ শূন্য রয়েছে।

বেলকুচি উপজেলায় প্রধান শিক্ষকের ৬৫টি ও সহকারী শিক্ষকের ৫৭টি, চৌহালী উপজেলায় প্রধান শিক্ষকের ৪৬টি ও সহকারী শিক্ষকের ৮৭টি পদ শূন্য রয়েছে। এ শিক্ষক সংকটের কারনে শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সেই সাথে বিদ্যালয়গুলোতে দাপ্তরিক কাজও বিঘ্নিত ঘটছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা জানান, জেলার ৯টি উপজেলার উল্লেখিত প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের শূন্য পদ পূরণে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত