শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ, ২৩ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতীঁ গ্রাম থেকে ফাহিম আহাম্মেদ (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের তাঁত ব্যবসায়ী হাজী ফজল প্রামানিকের ছেলে।

বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় ফাহিম। সন্ধ্যার পরও ঘুম থেকে না ওঠায় দরজা ভেঙে ঘরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনেরা।

আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং শুক্রবার সকালে তার লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনার কারণ জানা না গেলেও ফাহিমের হাতে তার বাবাকে উদ্দেশ্য করে লেখা একটি সুইসাইড নোট পাওয়া যায়। এতে লেখা আছে ‘বাবা আমি তোমার খারাপ ছেলে না। রাগ একটু কমাও, সবার কথা ভাবো, আর মনের কথা বোঝার চেষ্টা করো। আমি আর তোমার কোনো ক্ষতি করবো না প্রমিজ। তোমার অনেক টাকা নষ্ট করেছি মাফ করে দিও।’

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত