বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মধ্যপাড়া কঠিন শিলা খনির ৯ নম্বর স্টোপের উদ্বোধন

মধ্যপাড়া কঠিন শিলা খনির ৯ নম্বর স্টোপের উদ্বোধন

মধ্যপাড়া কঠিন শিলা খনির ৯ নম্বর স্টোপের উদ্বোধন

পার্বতীপুর (দিনাজপুর), ২৩ মার্চ, এবিনিউজ : মধ্যপাড়া কঠিন শিলা খনি হতে প্রতিমাসে ১ লক্ষ ২০ হাজার মে.টন কঠিন শিলা উৎপাদনের লক্ষ্যমাত্রায় আজ শুক্রবার বেলা ১১টায় ৯ নম্বর স্টোপ উদ্বোধন করেন জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এম.পি।

এ উপলক্ষে খনি চত্বরে বণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিটিসির চেয়ারম্যান ড. সিরাজুল ইসলাম কাজীর সভাপতিত্বে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন- পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়েজউল্লাহ, বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এমজিএমসিএল বোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমিন, জিটিসির প্রকল্প পরিচালক মি. আলিসকসেন্দ্রো মালসভ।

আরো উপস্থিত ছিলেন- চীফ অফ মাইন অপারেশন ইউরি দেভিয়াতভ, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম নুরুল আওরঙ্গজেব, জি,এম (অপারেশন) আসাদুজ্জামান আসাদ, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিবউদ্দিন আহমেদ, জিটিসির মহাব্যবস্থাপক জাবেদ সিদ্দিকী ও জামিল আহমেদ, পার্বতীপুরের ইউএনও তরফদার মাহমুদুর রহমান প্রমুখ।

মন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে এই খনিকে উন্নয়নের সোপান হিসেবে চিহ্নিত করে তিন সিফটে ৩০ হাজার মে.টন কঠিন শিলা উৎপাদনের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসিকে (জার্মানীয়া ট্রেষ্ট কনসোটিয়াম) তাগিদ দেন। এর আগে মন্ত্রী সফর সঙ্গীদের নিয়ে মধ্যপাড়া প্রকল্প চত্বরে ল্যান্ড করলে তাকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।

এবিএন/এম এ জলিল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত