![চাঁদাবাজি বন্ধে এমপি মোতাহারের শ্বাসরুদ্ধকর বৈঠক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/23/lalmonirhat-mp-motaher_131751.jpg)
লালমনিরহাট, ২৩ মার্চ, এবিনিউজ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি মোতাহার হোসেন এমপি বলেছেন, বুড়িমারী স্থল বন্দরে কোন চাঁদাবাজি হবে না। শেখ হাসিনার আমলে কোন চাঁদাবাজির সুযোগ নেই। ট্রাক শ্রমিকরা বিভিন্ন কৌশলে যে চাঁদাবাজি করছেন তা বন্ধ করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার রাতে জেলার পাটগ্রামে বুড়িমারী স্থল বন্দরে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্গলা কমিটির সভায় এ কথা বলেন। সভায় তিনি বুড়িমারী স্থল বন্দরের চাঁদাবাজিসহ সকল অনিয়ম বন্ধে লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেন।
পাটগ্রাম উপজেলা পরিষদ হল রুমে ইউএনও নুর কুতুবুল আলমের সভাপতিত্বে মোতাহার হোসেন এমপি বিভিন্ন দপ্তরের প্রধানদের নিয়ে ৫ টা ব্যাপী শ্বাসরুদ্ধকর বৈঠক করেন। সভায় চাঁদাবাজি বন্ধে কোন প্রকার ছাড়া না দেয়ার সিন্ধান্ত হয়।
সভায় লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, ইউএনও নুর কুতুবুল আলম, জেলা মটর মালিক সমিতির নেতা সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর