![লালমনিরহাটে সুজনের উদ্যোগে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/23/lalmonirjhat-map@abnews_131754.jpg)
লালমনিরহাট, ২৩ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে বিমান বন্দর চালু, বুড়িমারী হতে ঢাকা পর্যন্ত তিনবিঘা এক্সপ্রেস নামে আন্ত:নগর ট্রেন চালু, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, তিস্তা নদীর পানি বন্টন চুক্তি, চার লেন বিশিস্ট সড়ক নির্মান, মোগলহাট স্থলবন্দর পূণরায় চালুকরণ, কৃষি ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের ৭ দফা দাবীতে আজ শুক্রবার সকালে জেলার মিশন মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন।
সুজনের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সুজনের সদস্যগন। বক্তারা এ সময় অবিলম্বে অবহেলিত লালমনিরহাট জেলার উন্নয়নে ৭টি দাবী বাস্তবায়নের আহবান জানান।
এবিএন/ আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর