![পেকুয়ায় খালার বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো ঘরে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/23/cox's-bazar@abnews_131756.jpg)
চকরিয়া, ২৩ মার্চ, এবিনিউজ : খালার বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরলো যুবক মো. ইদ্রিস (২৪)। আনন্দের বেড়ানো বিষাদে পরিণত হলো দু’পরিবারসহ আত্মিয়স্বজনের মাঝে। কক্সবাজারের পেকুয়ায় ঘটেছে এ ঘটনা। ইদ্রিস সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, ইদ্রিস গত মঙ্গলবার একই উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিঘোনাস্থ খালার বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকাল ৯টায় কুতুবদিয়া চ্যানেল লাগোয়া পেকুয়ারচর নদী সাঁতরিয়ে পার হয়ে বাড়ি ফিরতে যাচ্ছিল। কিন্ত মাঝ নদীতেই পানিতে তলিয়ে যায় ইদ্রিস। দুইদিন টানা খোঁজ করেও তার সন্ধান পায়নি আত্মিয়রা। আজ শুক্রবার ওই নদীতে মাছ ধরতে জেলেরা জাল ফেলে। দুপুর ১২টার দিকে ওই জালে আটকা পড়ে ইদ্রিসের মরদেহ। জাল তোলার পর লাশ পেয়ে আত্মিয়রা সনাক্ত করে ইদ্রিসকে। নিখোঁজের ৫১ ঘন্টা পর ইদ্রিসের মরদেহ খোঁজ পাওয়ার পর শোকের ছায়া নেমে আসে দু’পাড়ার লোকজনের মাঝে।
নদীর পানিতে ডুবে ইদ্রিসের মৃত্যু হয়েছে নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান বলেন, জেলেদের জালে আটকা পড়ে নিখোঁজ ইদ্রিসের মরদেহ উদ্ধার হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিএন/ মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর