![করিমপুরে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: আহত ১৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/23/faridpur-tota_131759.jpg)
নরসিংদী, ২৩ মার্চ, এবিনিউজ : নরসিংদীর চরাঞ্চল করিমপুরে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫জন টেঁটাবিদ্ধ হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার করিমপুরের ভগারগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের পাঁচ জনকেই নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক জনকে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও আহতদের সঙ্গে কথা বলে জানাযায়, ভগারগঞ্জ গ্রামের আওয়ামীলীগ নেতা কামাল হোসেনের সাথে আধিপত্য ও জমি সংক্রান্ত বিষয়ে করিমপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়ার দ্বন্দ চলে আসছিলো। আর এরই জেরে দফায় দফায় তাদের মধ্যে ঝগড়া চলে। করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারিছ মিয়া বিষয়টি সমাধানের জন্য দুইবার গ্রাম্য সালিশ বসায়। সালিশে বাচ্চু মিয়ার সাথে আওয়ামীলীগ নেতা কামাল হোসেনের সমঝোতা করে দেয়। কিন্তু গতকাল নরসিংদী জেলা আওয়ামীলীগের জনসভায় কামাল হোসেন যোগদানের জন্য আসলে বাচ্চু মেম্বার গ্রুপের সাথে কামাল গ্রুপের ধাক্কাধাক্কি হয়। এরই জের ধরে আজ সকালে বাচ্চু মেম্বার তার দলবল নিয়ে কামাল গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এতে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পাঁচজন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছে ১৫ জন। আহতদের মধ্যে চার জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক জনকে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মো: মোজাফফর হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ স্থানীয় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে। গতকাল নরসিংদী জেলা আওয়ামীলীগের জনসভায় কামাল হোসেন যোগদানের জন্য আসলে বাচ্চু মেম্বার গ্রুপের সাথে কামাল গ্রুপের ধাক্কাধাক্কি হয়। এরই জের ধরে আজ সকালে বাচ্চু মেম্বার তার দল বল নিয়ে কামাল গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এতে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর