![মাদারীপুরে মাদক বিরোধী আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/23/madaripur-madok_131761.jpg)
মাদারীপুর, ২৩ মার্চ, এবিনিউজ : “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” মাদারীপুর সদর উপজেলার মন্টারপুল ছয়না এলাকায়, মাদক বিরোধী সচেতনতা মুলক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার রাতে মন্টারপুলে ঘটমাঝি ইউপি চেয়ারম্যান কার্যালয় (অস্থয়ী) অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয়দের আয়োজনে ঘটমাঝি ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট বাবুল আকতার হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন, মোঃ আলি সরদার, জয়নাল তালুকদার, মোঃ আনোয়র হাওরাদার, আলি আহম্মদ সরদার, মোঃ জুয়েল হোসেন, ছোহরাব তালুকদার, শাহালম কাজী, মনির তালুকদার, সোহেল হাং, হেলাল উদ্দিন সরদার, অহেদ তালুকদার, শাহাবুদ্দিন তালুকদার সহ বিভিন্ন এলাকার শিক্ষক, ইমাম, গন্যমান্য ব্যাক্তি বর্গ, যুবক, শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য প্রচন্ড ক্ষতিকর। সর্বগ্রাসী মাদক একটি সম্ভাবনাময় রাষ্ট্রকেও ধ্বংস করে দিতে পারে। যে কোন মূল্যে মাদকের ছোবল থেকে আমাদের আপন জন ও প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হবে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/নির্ঝর