শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কালিগঞ্জে শান্তির প্রত্যয়ে পদযাত্রা

কালিগঞ্জে শান্তির প্রত্যয়ে পদযাত্রা

কালিগঞ্জ, ২৩ মার্চ, এবিনিউজ : কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি গড়ে তুলে দ্বন্দ, সন্ত্রাস, বৈষম্য যাও ভূলে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকল ক্ষেত্রে দ্বন্দ , বৈষম্য ও ধ্বংসাত্মক কাযক্রম বন্ধে স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে শান্তির প্রত্যয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে শান্তির প্রত্যয়ে মৌতলা ইউনিয়ন পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বাহির হয়ে মৌতলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদ চত্তরে এসে শেষ হয়।

র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আছাদুজ্জামান আকুল, বিদ্যালয়ের শিক্ষক সাইফুল্লাহ, মৌতলা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জালাল উদ্দিন, মৌতলা ইউনিয়ন গ্রাম আদালত সহকারী রেবেকা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য বি-চৌধুরি, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক অনিক মেহেদী, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম সহ শিক্ষক, ছাত্র-ছাত্রী, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী ও সাংবাদিকবৃন্দ।

এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত