শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালিগঞ্জ প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

কালিগঞ্জ প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

কালিগঞ্জ প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

কালিগঞ্জ, ২৩ মার্চ, এবিনিউজ: নিম্ম আয়ের দেশ থেকে নিম্মমধ্য আয়ের দেশে অন্তরভূক্তি হওয়ায় সারা দেশ ব্যাপী প্রচারাভিযান ও সেবা সপ্তাহ উপলক্ষ্যে গতকাল সকাল ১০ টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে উপজেলা প্রাঙ্গন থেকে এক বণার্ঢ্য র‌্যালী ব্যান্ড বাদ্য বাজিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান।

বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম, কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডর আব্দুল হাকিম, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রানী সম্পাদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্রনাথ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সমবায় কর্মকর্তা শেখ মুজিবর রহমান প্রমুখ। কালিগঞ্জ প্রশাসনের আয়োজনে প্রচারাভিযান ও সেবা সপ্তাহ উপলক্ষ্যে সকল অফিসের দপ্তরের সেবা সমূহ তুলে ধরে উপজেলা অফিসার্স ক্লাবে সেবাকুঞ্জ প্রদর্শন করা হয়।

এছাড়া ২৩ মার্চ উপজেলা পরিষদ মাঠে ফুটবল খেলা, ২৪ মার্চ স্কুলের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা এবং ২৫ মার্চ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত