![বিষ্ণপুরে খ্রিষ্টান মিশনে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/23/satkhira@abnews (3)_131765.jpg)
কালিগঞ্জ, ২৩ মার্চ, এবিনিউজ: কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চাচাই খ্রিষ্টান মিশনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিসব উদযাপন ২০১৮ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চাচাই ক্যাথলিক মিশন প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র্যালী বাহির হয়।
পরে এক আলোচনা সভা নন্দলাল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মুজিবর রহমান, রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান তারিক, কারিতাষের প্রকল্প ইনচার্জ আনন্দ দাশ, মিনালকান্তি মন্ডল, অসিত মন্ডল, ভোলানাথ দাশ, পবিত্র সরদার প্রমুখ।
এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর